Wellcome to National Portal
Main Comtent Skiped

achievement

রূপকল্প ২০২১ বাস্তবায়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা ও কাঙ্খিত সময়ে মধ্যম আয়ের দেশে উত্তোরণের লক্ষ্যে যুগোপযোগী মানবসম্পদ সৃষ্টি এবং শিক্ষাকে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করে নতুন কারিকুলাম ২০২১ বাস্তবায়ন মানসে জেলা শিক্ষা অফিস বহুমাত্রিক দায়িত্ব পালন করে যাচ্ছে। বিগত ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে যথাক্রমে ৩০.৪৩ লক্ষ, ২৯.০৮ লক্ষ এবং ২৬.৬৪ লক্ষ পাঠ্যপুস্তক বিনামূল্যে সকল শিক্ষার্থীর মাঝে ১ জানুায়ারী বই উৎসবের মাধ্যমে বিতরণ করা হয়; যযা সর্বজনীন বই উৎসবে পরিণত হয়েছিল এবং ২০২৪ সালের পাঠ্যপুস্তক বিতরণে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের বাড়িতে বই পৌঁছে দেওয়া হয়। বেসরকারি শিক্ষক/কর্মচারীদের অনলাইনে শতভাগ এমপিও প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের উপবৃত্তি, জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া অনুষ্ঠান, সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ ইত্যাদি প্রতিযোগিতা আয়োজন ও বাস্তবায়ন সফলভাবে সম্পন্ন হচ্ছে। কেরশরকালীন পুষ্টি কার্যক্রম, জেন্ডার সমতা ও প্রজোনন সংক্রান্ত সহোযোগিতা করণ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি প্রকল্পটি সষ্ঠ ভাবে বাস্তবায়য়ন করা হয়েছে। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা অফিস সমূহের মনিটরিং জোরদার করা হচ্ছে; অনেকক্ষেত্রে মনিটরিং অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা হচ্ছে।